close

Vabchhe Se Lyrics & Chords By Aurthohin

LyricsView Chords

তরুনদয়ের অগ্নি সাক্ষী তুমি প্রারম্ভসের পেলবতা
সদ্য ফোটা গোলাপ কলির মত কোমল তোমার সজীবতা
তুমি যেন মোমের মুর্তী হয়ে রয়েছ আমার এ হৃদয়ে
ছুয়ে দেখতেও দিধা হয় তোমায় যদি ভেঙে যাও সেই ভয়ে
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটী রঙে সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে দূর থেকে
সাগরের নীল জলের মত প্রশান্তময়ী মুগ্ধবী
যেন পটে আঁকা শিল্পে তুমি অনন্যা প্রিয়দর্শিনী
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটী রঙে সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে দূর থেকে
প্রতিমার ছবি হয়ে তুমি অধরা আমার কাছে
দেবী হয়ে এসেছ তুমি কেরেছ হৃদয়টাকে
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটী রঙে সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটী রঙে সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটী রঙে সাজিয়ে নেই আপন করে

Tracks related to vabchhe se - aurthohin

raag

by: cryptic fate

bhoboghurey

by: cryptic fate

aamar priyo caffe

by: mohiner ghoraguli

kobe

by: nemesis

bir

by: nemesis

purnota

by: warfaze

faisya gechhi

by: hyder husyn

hashimukh

by: shironamhin

rong

by: the watson brothers

akash

by: the watson brothers

chatok

by: lalon band

aabar jigay

by: stoic bliss

bioscope

by: dolchut

kobita sukh urao

by: ayub bachchu

natok

by: ayub bachchu

cricket

by: mohiner ghoraguli

rupkotha

by: warfaze

mela

by: mila

ghor vangle

by: lalon band

close
Sign in person Home A to Z All Artists Top Artists Top Tracks